‘নেরপা’ ভারতের কাছে হস্তান্তর

রাশিয়া অবশেষে পারমাণবিক ডুবোজাহাজ (সাবমেরিন) ‘নেরপা’কে ভারতের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। রুশ নৌবাহিনীর প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ডুবোজাহাজটি এর আগে ২০০৮ সালে হস্তান্তরের সময় সমুদ্রে মহড়া চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে জাহাজটির ভেতরে বিষাক্ত গ্যাস জমে ২০ জন নাবিক ও জাহাজশ্রমিক নিহত হন। এরপর একাধিকবার সেটি হস্তান্তরের চেষ্টা হলেও ত্রুটি থাকায় নয়াদিল্লি তা রাশিয়ার কাছে ফেরত পাঠায়।
রুশ নৌ কমান্ডার ভ্লাদিমির ভেসোস্তকি বলেন, ‘চলতি বছরের শেষে আমরা অবশ্যই ডুবোজাহাজটিকে ভারতের কাছে হস্তান্তর করব। এ লক্ষ্যেএকজন ভারতীয় নাবিককে প্রশিক্ষণ দিয়ে এটি গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।’

No comments

Powered by Blogger.