বনভূমি রক্ষায় ‘ট্রিবোট’

বনাঞ্চল রক্ষায় চীন এবার শুঁয়োপোকার আদলে ক্যামেরাসম্পন্ন এক ধরনের রোবট প্রস্তুত করেছে। এসব রোবট গাছ বেয়ে আনাচ-কানাচে পৌঁছে বনভূমির সার্বিক পরিস্থিতি তুলে আনতে সক্ষম। হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির অধ্যাপক জু ইয়াঙশেঙ পরিবেশবান্ধব এ রোবটটি প্রস্তুত করেন। এর নাম দেওয়া হয়েছে ‘ট্রিবোট।
অধ্যাপক ইয়াংশেং জানান, প্রকৃতির কাছ থেকেই তিনি এ ধরনের একটি রোবট তৈরির অনুপ্রেরণা পেয়েছেন। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তিনি দেখেছেন, কীভাবে ছোট ছোট পোকামাকড় পিলপিল করে বিশাল সব গাছের মাথায় পৌঁছে যায়। এসব পোকার চলাচলের কৌশল দেখে রোবটটি তৈরি করেন তিনি। ইয়াংশেং জানান, বনাঞ্চলগুলোতে যেভাবে অগ্নিকাণ্ডের মতো নানা বিপর্যয় ঘটছে, তা থেকে বনভূমি রক্ষায় এ রোবটটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
৬০০ গ্রাম ওজনের রোবটটি নিজের চেয়েতিনগুণ বেশি ওজন বহনে সক্ষম। সূর্যের আলো থেকে প্রয়োজনীয় শক্তি ক্ষমতা থাকায় এটি রিচার্জের ঝামেলামুক্ত।

No comments

Powered by Blogger.