আফগানিস্তানে দুটি বোমা হামলায় পাঁচজন নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে গতকাল সোমবার আত্মঘাতী হামলাসহ পৃথক দুটি বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। এ মাসের শুরুতে তালেবান জঙ্গিরা আফগানিস্তানে ব্যাপক হামলা চালানোর হুমকি দেওয়ার পর থেকে সেখানে সহিংসতা বেড়েছে।
হেরাতের গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রথম হামলাটি হয় শহরের কেন্দ্রস্থলে। এটি ছিল রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ। পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তের অদূরে ঘটা ওই হামলায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
অপর হামলাটি চালানো হয় ন্যাটোর নেতৃত্বাধীন প্রভিন্সিয়াল রিকনস্ট্রাকশন টিমের (পিআরটি) ঘাঁটিতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার পর গোলাগুলির শব্দ শোনা গেছে। আরও কেউ হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পিআরটির ঘাঁটিতে বেশ কয়েকজন হামলাকারী ভেতরে ঢোকার চেষ্টা করলেও অন্তত দুজন আত্মঘাতী হামলা চালাতে সক্ষম হয়।
আফগানিস্তানের প্রাদেশিক সরকারের পুনর্গঠনে সহায়তার জন্য সামরিক ও বেসামরিক বাহিনীর সদস্যদের নিয়ে পিআরটি গঠিত হয়েছে। পুরো আফগানিস্তানে ২৮টি পিআরটি কাজ করছে।

No comments

Powered by Blogger.