অবসর নিলেন পল স্কোলস

২০০৪ সালেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেছিলেন। এবার একেবারেই ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণাটা দিয়ে দিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আরও একটা মৌসুম তিনি খেলবেন কিনা, তা নিয়ে কথাবার্তা চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু শেষপর্যন্ত অবসরে যাওয়ার সিদ্ধান্তটাই বহাল রাখলেন ম্যানইউ মাঝমাঠের অন্যতম নির্ভরযোগ্য এই ফুটবলার।
এই স্কোলসের ক্যারিয়ারে একটা দারুণ ব্যাপার রয়েছে। ১৯৯৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর একেই নিজের ঠিকানা বানিয়ে ফেলেছেন তিনি। কখনোই দল বদল না করে এক ক্লাবেই কাটিয়ে দিলেন সতের বছরের ক্যারিয়ার। আজ সোমবার ক্লাবের ওয়েবসাইটে ঘোষণা দিয়েই তিনি বিদায় নিলেন ক্লাব সমর্থক ও ভক্তদের কাছ থেকে।
বিদায় বেলায় তিনি কেবল বলেছেন, ‘সিদ্ধান্তটা হঠাত্ই নিইনি আমি। অনেক চিন্তা-ভাবনার ফসল-এই সিদ্ধান্ত। ভেবে দেখেছি, বিদায় বলার এটাই উপযুক্ত সময়। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে আমি অনেক পেয়েছি। অতৃপ্তি নেই এতটুকুও। বিশেষ করে ১৯তম লিগ শিরোপাজয়ী দলের সদস্য হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

No comments

Powered by Blogger.