না খেলেই সেমিতে জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন পুরুষ এককে রাফায়েল নাদাল, হুয়ান ইগনাসিও চেলা, গায়েল মনফিলস ও মহিলা এককে চীনের লি না। সেমিফাইনালে চলে গেছেন নোভাক জোকোভিচ। রাশিয়ার ইয়েলেনা ভেসনিনাকে সঙ্গী করে মহিলা দ্বৈতের সেমিতে উঠেছেন ভারতের সানিয়া মির্জা।
এর মধ্যে ইতিহাস গড়েছেন লি না। অস্ট্রেলিয়ান ওপেনের রানারআপ লি না প্রথম চীনা খেলোয়াড় হিসেবে পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে। শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্রের পেত্রা ভাইতোভাকে ২-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। কাল রাদওয়ানস্কাকে হারিয়ে শেষ আটে উঠে গেছেন মারিয়া শারাপোভাও।
একটি বল না খেলেও ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ ইতালির অবাছাই খেলোয়াড় ফ্যাবিও ফগনিনি চোটের কারণে সরে দাঁড়িয়েছেন। ম্যাচটি হওয়ার কথা ছিল আজ। সেমিতে জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাবেন ফেদেরার বা গায়েল মনফিলসকে।
কাল ফ্রান্সের মনফিলস ৫ সেটের ম্যারাথন লড়াইয়ে ৬-৪, ২-৬, ৭-৫, ১-৬, ৮-৬ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরারকে। দুই দিনব্যাপী চলা ম্যাচটি শেষ হয়েছে ৪ ঘণ্টা ৭ মিনিটে। টানা ২৭টি গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে উঠে রেকর্ড করা ফেদেরারের মুখোমুখি হবেন মনফিলস।
ছয়টি ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড ছুঁতে চলা রাফায়েল নাদাল শেষ পর্যন্ত কোয়ার্টারে উঠেছেন সহজেই, যদিও কাল প্রথম সেটে ইভান লুবচিচ বেশ চ্যালেঞ্জের মুখেই ফেলে দিয়েছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে। পাঁচটি ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল লুবিচিচকে হারিয়েছেন সরাসরি ৭-৫, ৬-৩, ৬-৩ গেমে। আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও চেলা চতুর্থ রাউন্ডে কলম্বিয়ার আলেহান্দ্রো ফ্যালাকে হারিয়েছেন ৪-৬, ৬-২, ১-৬, ৭-৬ (৭/৫), ৬-২ গেমে।

No comments

Powered by Blogger.