ওবামা ১ কোটি ২০ লাখ ডলারের মালিক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পদের মূল্য এক কোটি ২০ লাখ ডলার। গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত নথির সূত্রে এ তথ্য জানা যায়। ওবামার সম্পদের তথ্যবিষয়ক এসব কাগজপত্র অনুযায়ী, ওবামার ওই অর্থের বেশির ভাগই এসেছে তাঁর দুটি বইয়ের আয় থেকে। এগুলো বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর অন্যতম।
প্রকাশিত তথ্যমতে, ড্রিমস ফ্রম মাই ফাদার শীর্ষক বইয়ের রয়্যালটি বাবদ ওবামা ১০ থেকে ৫০ লাখ ডলার পান। ওবামার অন্য বইটি হচ্ছে দ্য ওডোসিটি অব হোপ। তাঁর ১০ থেকে ৫৫ লাখ ডলারের ট্রেজারি বিল ও একই পরিমাণ অর্থের টেজারি নোট রয়েছে। এসব বিল ও নোট থেকে মেয়াদান্তে মোটা অঙ্কের মুনাফা লাভের সুযোগ রয়েছে। এ ছাড়া জে পি মরগান চেজ অ্যান্ড কোম্পানিতে ওবামার আড়াই থেকে পাঁচ লাখ ডলার জমা রয়েছে।
২০০৯ সালে ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তাঁর ৭৭ লাখ ডলারের সম্পদ ছিল। ২০০৯ সালে ট্রেজারি নোট থেকে ওবামার সম্পদে মোটা অঙ্কের অর্থ যোগ হয়।

No comments

Powered by Blogger.