মমতাকে নন্দীগ্রামে নির্বাচন করার আহ্বান

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে ছেড়ে দিতে হবে তাঁর কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ। একই সঙ্গে ছাড়তে হবে লোকসভার সদস্য পদও। আজ বৃহস্পতিবার তিনি এই দুটি পদে ইস্তফা দেবেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের যেকোনো একটি বিধানসভা আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়ে তাঁর বিধায়ক পদ নিশ্চিত করতে হবে।
নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি মমতার কাছে আরজি জানিয়েছেন, তিনি যেন নন্দীগ্রামে এসে তাঁর আসনে উপনির্বাচন করেন। তিনি তাঁর আসনটি উৎসর্গ করতে চান মমতাকে।
মমতার এই রাজনৈতিক উত্থানের পেছনে ছিল সিঙ্গুর আর নন্দীগ্রামের আন্দোলন। ২০০৯ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন করতে গিয়ে নিহত হন ফিরোজা বিবির ছেলে।

No comments

Powered by Blogger.