মোবারককে ক্ষমা করার খবর নাকচ সামরিক কাউন্সিলের

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমা করে দেওয়া হতে পারে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করেছে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল। হোসনি মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত চলছে। সামরিক কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, তারা বিচার কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
হোসনি মোবারক এখন শারম আল-শেখের একটি হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাষ্ট্রের কাছে সম্পদ হস্তান্তরের পর গত মঙ্গলবার মোবারকের স্ত্রী সুজান মোবারককে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।
ফেসবুকে সামরিক কাউন্সিলের এক ঘোষণায় বলা হয়, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে, সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর পরিবারকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তার কোনো সত্যতা নেই। জাতিকে বিভক্ত করার জন্যই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।

No comments

Powered by Blogger.