ব্যাটারি একবার চার্জ করলে গাড়ি যাবে ৩৩৩ কিলোমিটার

ব্যাটারি একবার চার্জ করলে তিন শতাধিক কিলোমিটার যেতে পারে গাড়ি। এমন বৈদ্যুতিক গাড়ি তৈরির কথা দাবি করেছে জাপানের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান এসআইএম-ড্রাইভ। গতকাল বুধবার গাড়িটি প্রথম প্রদর্শিত হয়।
বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিশেষ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। ২০১৩ সাল নাগাদ ওই গাড়িটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে তারা। এ প্রকল্পে কত ব্যয় হবে, তা তারা জানায়নি।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ‘এসআইএম-এলইআই’ নামে চার আসনের এ গাড়ির প্রতিটি চাকার ভেতরে মোটর থাকবে। থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন আলোককাঠামো। একবার চার্জ করলে এটি ৩৩৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।
গাড়িটির নকশাকারেরা জানান, মিতসুবিশি মোটরস ও প্রকৌশল প্রতিষ্ঠান আইএইচআইসহ ৩৪টি প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প এটি। ব্যাপক হারে নির্মাণের জন্য গাড়িটি অন্যান্য গাড়ির নির্মাতাপ্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এ গাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, পরিবেশদূষণের জন্য ধোঁয়া নির্গত হবে না।

No comments

Powered by Blogger.