পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজারে আজ নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম।
ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। বেলা ১১টায় লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭ পয়েন্ট কমে যায়। তবে ১৫ মিনিটের মাথায় সূচক ঊর্ধ্বমুখী হয়ে আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টার দিকে সূচক আবার নিম্নমুখী হয়ে ১৮ পয়েন্ট কমে। এরপর কয়েকবার ওঠানামা করলেও দিন শেষে সূচক ৪২.৫৪ পয়েন্ট কমে ৫৭১৮.০৭ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ ৪২৬ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা কম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ হাতবদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্যসূচক ১০৩.২৮ পয়েন্ট কমে ১৫৯৩৮.৮৬ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৭ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বে লিজিং, বেক্সিমকো, তিতাস গ্যাস, বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকস, বিএসআরএম স্টিল, ডিএলএফএসএল, ডিবিএইচ, গ্লোবাল ইনস্যুরেন্স, বেক্সটেক্স ও ইউনাইটেড এয়ার।
আজ সবচেয়ে বেশি বেড়েছে বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের শেয়ারের দাম। আজই ডিএসইতে প্রথম প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। এ ছাড়া গ্লোবাল ইনস্যুরেন্স, নর্দার্ন ইনস্যুরেন্স, সিএমসি কামাল, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, মুন্নু স্টাফলার ও ডিবিএইচ দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ সবচেয়ে বেশি কমেছে বে লিজিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া ইনটেক অনলাইন, সমতা লেদার, ফেডারেল ইনস্যুরেন্স, রেকিট বেনকিজার, অ্যাপেক্স স্পিনিং, সমরিতা হাসপাতাল, জিল বাংলা, সোনারগাঁও টেক্সটাইল ও শ্যামপুর সুগার দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।

No comments

Powered by Blogger.