দিলশান সফল হবে না: ওয়াটসন

বিশ্বকাপের পর চারদিকে নতুনের হাওয়া। শ্রীলঙ্কা ক্রিকেট দল নিজেদের খোলনলচেই পাল্টে দিয়েছেন। অধিনায়ক থেকে শুরু করে দলে অনেক পরিবর্তন। অস্ট্রেলিয়াও রিকি পন্টিংকে বিদায় জানিয়ে নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ককে বরণ করে নিয়েছে। তাঁর ডেপুটি নির্বাচিত হয়েছেন শেন ওয়াটসন। আর কিছুদিন পরেই অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সেই সিরিজের ঠিক আগে ওয়াটসন আক্রমণ করলেন নতুন লঙ্কান দলপতি তিলকরত্নে দিলশানকে।
ওয়াটসন বলেছেন, শ্রীলঙ্কার নতুন অধিনায়ক দিলশানের মধ্যে ভালো অধিনায়ক হওয়ার গুণাবলি নেই। তিনি আরও বলেছেন, দিলশানের পূর্ববর্তী কুমার সাঙ্গাকারা যেমন সবার সম্মান অর্জন করেছিলেন, তেমনটি দিলশানের পক্ষে অর্জন করা সম্ভব না-ও হতে পারে।
কুমার সাঙ্গাকারার প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, ‘সাঙ্গাকারা দারুণ একজন ক্রিকেটার। তিনি নিজেকে দুর্দান্তরূপে তৈরি করেছে। তাঁর ব্যক্তিত্বটাও দুর্দান্ত।’
এর পরপরই সাঙ্গাকারার সঙ্গে দিলশানের তুলনায় গিয়ে ওয়াটসন বলেন, ‘দিলশানের পক্ষে সাঙ্গাকারার ছায়া এড়িয়ে সফল হওয়া খুবই কষ্টকর। সে নিজেকে কখনোই সাঙ্গাকারার মতো তৈরি করতে পারবে না।’
অস্ট্রেলিয়ার নতুন নেতৃত্বের জন্যও শ্রীলঙ্কা সিরিজ একটি বড় পরীক্ষা হিসেবেই মনে করেন ওয়াটসন। মাইকেল ক্লার্ক অধিনায়ক হওয়ার পর অসিরা প্রথম সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সেই সিরিজটা গত মাসে খুব সহজেই ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে তাঁরা।
ওয়াটসনও তাই মনে করেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো পরীক্ষায় পড়তে হবে। কারণ, দলটি খুবই শক্তিশালী। এটা নতুন নেতৃত্বের জন্যও একটা বড় পরীক্ষা।’
ওয়াটসন আশা করেন, মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বর্তমান দলটি অসি ক্রিকেটের স্বর্ণযুগ আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে।

No comments

Powered by Blogger.