সংখ্যাগরিষ্ঠতা পেল কনজারভেটিভ পার্টি

কানাডার ৪১তম জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
নির্বাচনে ৩০৮টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৬৭টি আসন। গত নির্বাচনে ১৭টি আসন পাওয়া নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ১০২টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। লিবারেল পার্টি ৩৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে নেমে এসেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫৫টি আসন।
লিবারেল পার্টির নেতা মাইকেল ইগনেটিয়েভ টরন্টোতে তাঁর নিজের আসনে হেরে গিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এনডিপির প্রধান জ্যাক লেটন তাঁর দলের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমার প্রতিশ্রুত জনস্বাস্থ্যসেবা, অবসরকালীন নিরাপত্তা ও পারিবারিক সুবিধার প্রতি আস্থা রেখে জনগণ আমাদের ভোট দিয়েছে।’
মাইকেল ইগনেটিয়েভ পরাজয় মেনে নিয়ে বলেন, ‘গণতন্ত্র আমাদের কঠিন শিক্ষা দিল এবং এটা আমাদের মনে রাখতে হবে।’
অন্টারিও এবং টরন্টোকে বলা হয় লিবারেলদের ঘাঁটি। তবে এখানে লিবারেল পার্টির কয়েকজন বাঘা বাঘা নেতা কনজারভেটিভ এবং নিউ ডেমোক্র্যাটদের কাছে হেরে গেছেন।
মোট ভোটের ৩৮ ভাগ পেয়েছে কনজারভেটিভ পার্টি, ৩০ ভাগ এনডিপি এবং ২৯ ভাগ লিবারেল পার্টি।
কনজারভেটিভ পার্টির সাফল্যের কারণ ব্যাখ্যা করে বিশ্লেষকেরা বলেন, কানাডার অর্থনীতির শক্তিশালী অবস্থান ধরে রাখার জন্য স্টিফেন হার্পারের ভূমিকাকে জনগণ ইতিবাচকভাবে নিয়েছে।

No comments

Powered by Blogger.