ওবামার জনপ্রিয়তা বেড়ে গেছে

মার্কিন সেনাদের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ওই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা বেড়ে গেছে। সাম্প্রতিক জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। গতকাল বুধবার ইউএসএ টুডে, ওয়াশিংটন পোস্ট, পিউ রিসার্চ ও গ্যালাপ পোলের জরিপের ফল প্রকাশিত হয়। এতে ওবামার জনপ্রিয়তা নয় শতাংশ বেড়েছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ৯৩ শতাংশ মার্কিন লাদেন হত্যার অভিযানকে সমর্থন করেছেন। ৭৯ শতাংশের মত, এই হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখা হয়, লাদেনকে খুঁজে বের করা ও হত্যার ব্যাপারে ওবামা, বুশ, সিআইএ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে কাকে কতটা কৃতিত্ব দিতে চান তাঁরা। জবাবে ৮৯ শতাংশ লোক সেনাদের এই কৃতিত্ব দেন। এর পরই চলে আসে সিআইএর নাম।
জরিপ চালানো প্রতিষ্ঠানগুলোর বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকদের মধ্যে ওবামার জনপ্রিয়তা নয় শতাংশ বেড়ে ৫৬ শতাংশ হয়েছে।

No comments

Powered by Blogger.