দুঃখ প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র

আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে গিয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের বিরুদ্ধে পরিচালিত একতরফা সামরিক অভিযানের জন্য কোনো ধরনের দুঃখ প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গতকাল বুধবার এ কথা জানিয়েছে।
পাকিস্তানের অভ্যন্তরে বিন লাদেনকে ধরতে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে অভিযান চালানো উচিত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নি বলেন, ‘আমরা এ ব্যাপারে দুঃখ প্রকাশ করব না।’
কার্নি আরও বলেন, বিন লাদেন ছিলেন তাঁর দেশের প্রধান শত্রু এবং তিনি অসংখ্য মানুষকে হত্যা করেছেন। তাই কোনো দুঃখ প্রকাশ নয়।
পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনকে হত্যায় মার্কিন বাহিনীর কমান্ডো অভিযান সম্পর্কে পাকিস্তান গত মঙ্গলবার বলেছে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিচালিত এ অভিযান ছিল সম্পূর্ণ একতরফা।
কার্নি দাবি করেন, ‘এটা ছিল পাকিস্তান ও অন্যান্য দেশের মুসলমান এবং মার্কিন মুসলমানদের প্রতি আমাদের সহযোগিতা।’ তিনি আরও বলেন, বিন লাদেন সম্পর্কে প্রেসিডেন্ট ওবামার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। কারণ, ওসামা বিন লাদেন ছিলেন এমন একজন খুনি, যিনি বহু মুসলমানসহ অসংখ্য মানুষের হত্যাকারী।

No comments

Powered by Blogger.