দলীয় সিদ্ধান্ত না মানায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের ১৮ নেতা বহিষ্কার

পশ্চিমবঙ্গের তিন জেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় ১৮ জন নেতাকে বহিষ্কার করেছে কংগ্রেস। দল ও জোটের স্বার্থে ওই নেতাদের ভোট না দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।
বহিষ্কৃত নেতারা হলেন: মালদা জেলার আল-বেরুণি, মনিরুল ইসলাম, দেবাশীষ সরকার, পার্থ বিশ্বাস, শাহনেওয়াজ কাদরি; মুর্শিদাবাদের অমিনুল ইসলাম, সৈয়দ আলমগীর, মীর আলমগীর, শামছুজ্জামান বিশ্বাস, সানু শেখ এবং উত্তর দিনাজপুরের কে আগরওয়াল, হামিদুল রহমান, রবুল বক্স, সনাতন দত্ত, হাফিজুল ইকবাল, রাজকুমার জৈন, হূদয়নাথ সরকার ও দুলাল রাজবংশী। তাঁরা সবাই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে তৃণমূল নেত্রী মমতাও ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলেও কংগ্রেস-তৃণমূল জোটে তাঁদের স্থান হবে না।

No comments

Powered by Blogger.