মেয়েকে হত্যার দায়ে ইরাকি নাগরিকের ৩৪ বছরের জেল

নিজের মেয়েকে হত্যা করার দায়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজনা অঙ্গরাজ্যের একটি আদালত এক ইরাকি অভিবাসীকে ৩৪ বছরের জেল দিয়েছেন। ম্যারিকোপা কাউন্টি আদালতের বিচারক রোল্যান্ড স্টেইনল গত শুক্রবার এ রায় ঘোষণা করেন।
ফালেহ হাসান আলমালেকি নামের ওই ইরাকি নাগরিক ২০০৯ সালে তাঁর মেয়েকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেন। মেয়ে পশ্চিমা ধারায় জীবন যাপন করায় আলমালেকি ২০০৯ সালের অক্টোবর মাসে তাঁকে হত্যা করেন। আলমালেকি অ্যারিজনার ফিনিক্স ভ্যালি এলাকার একটি পার্কিং লটে জিপ গাড়ির চাপা দিয়ে তাঁর মেয়ে নুর আলমালেকিকে (২০) হত্যা করেন। এ ঘটনায় নুরের প্রেমিকের মা আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, আলমালেকির মেয়ে পারিবারিকভাবে আয়োজিত বিয়ে প্রত্যাখ্যান করে তাঁর প্রেমিক ও প্রেমিকের মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে আলমালেকি মেয়েকে হত্যা করেন।
মেয়েকে হত্যার পর আলমালেকি পুলিশকে জানান, তাঁর মেয়ে ইরাকি ও মুসলিম মতাদর্শ ভুলে পশ্চিমা জীবনধারায় অতিমাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। এ জন্য তিনি পরিবারের সম্মান রক্ষার জন্য মেয়েকে হত্যা করেছেন।

No comments

Powered by Blogger.