বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মিত হচ্ছে সৌদি আরবে

সৌদি আরবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মিত হতে যাচ্ছে। নির্মিতব্য আকাশচুম্বী এ ভবনের নাম দেওয়া হয়েছে কিংডম টাওয়ার। এর উচ্চতা হবে এক হাজার ৬০০ মিটার।
আরব গণমাধ্যমের খবরে বলা হয়, জেদ্দা শহরের ৩০ কিলোমিটার উত্তরে লোহিত সাগর উপকূলে আবহুর শহরে ৮ দশমিক ৯ মাইল জায়গাজুড়ে কিংডম টাওয়ার নির্মাণ করা হবে। এর নির্মাণ খরচ ধরা হয়েছে তিন হাজার কোটি মার্কিন ডলার। লিফটে করে ভবনটির সবচেয়ে উঁচু তলায় উঠতে সময় লাগবে ১২ মিনিট। এতে ৮০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ও হোটেল থাকবে। এ ছাড়া প্রতিদিন প্রায় ১০ লাখ দর্শনার্থী ভবনটি পরিদর্শন করতে পারবে।
কিংডম টাওয়ারের উচ্চতা বুর্জ খলিফার প্রায় দ্বিগুণ। বর্তমানে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।

No comments

Powered by Blogger.