বেন আলীকে তিউনিসিয়ায় ফেরত পাঠানোর দাবিতে বিক্ষোভ

তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর দাবিতে গত শুক্রবার প্রায় ৩০০ তিউনিসীয় সৌদি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন। বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
বিক্ষোভকারীরা সাবেক প্রেসিডেন্ট বেন আলীর কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেন। এ ছাড়া তাঁর প্রতীকী বিচার করা হয়। প্রতীকী বিচারে বেন আলীকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
গত ১৪ জানুয়ারি সরকারবিরোধী গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন বেন আলী।
কয়েক দিন আগে তিউনিসিয়ার বিচারমন্ত্রী লাজহার কারুই চেবি ঘোষণা করেন, কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনতে যাচ্ছে। অভিযোগের মধ্যে ইচ্ছাকৃত মানুষ হত্যা থেকে শুরু করে মাদক চোরাচালান পর্যন্ত রয়েছে। বিচারমন্ত্রীর এ ঘোষণার পর গত শুক্রবার এই বিক্ষোভ করা হলো।
তিউনিসিয়ার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে চেবি বলেন, বেন আলীর বিরুদ্ধে মামলা করার পর তাঁকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হবে।
গত জানুয়ারির শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট বেন আলী, তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তিউনিসিয়া।

No comments

Powered by Blogger.