মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে ৯ ইরানি আটক

মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে চার নারীসহ নয়জন ইরানিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭০ কেজি মেথাএমফেটামাইনও (ইয়াবা বড়ি তৈরির প্রধান উপাদান) উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির মাদকবিরোধী সংস্থার প্রধান নুর রশিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, উদ্ধার করা মেথাএমফেটামাইনের মূল্য প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। রাজধানী কুয়ালালামপুর থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে কবে এগুলো উদ্ধার করা হয়েছে সে ব্যাপারে তিনি জানাননি।
নুর রশিদ বলেন, আটক ইরানিরা একটি বড় মাদকচক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তারা মালয়েশিয়া থেকে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়ায় মাদক পাচার করে থাকে।

No comments

Powered by Blogger.