এবারের অভিযান আবর্জনা পরিষ্কারের

এ পর্যন্ত ২০ বার এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন নেপালের পর্বতারোহী আপা শেরপা। এ জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নামও উঠেছে। গতকাল বুধবার তিনি আবারও এভারেস্ট অভিযান শুরু করেছেন। তবে এবারের অভিযানে চূড়া জয়ের পাশাপাশি এভারেস্ট থেকে আবর্জনা সরাবেন তিনি।
৫১ বছর বয়সী আপা শেরপা ‘ইকো এভারেস্ট এক্সপেডিশন-২০১১’-এর নেতৃত্ব দিচ্ছেন। এই অভিযানের লক্ষ্য হলো এভারেস্ট থেকে চার টন আবর্জনা সংগ্রহ করা। একটি বেসরকারি ট্রেকিং কোম্পানির আর্থিক সহায়তায় ‘ক্যাশ ফর ট্র্যাশ’ প্রকল্পের আওতায় আবর্জনা সংগ্রহ করা হবে।
২৩ জন বিদেশিসহ ৫৮ জনের একটি দল এই অভিযানে অংশ নিচ্ছে। এভারেস্ট থেকে আবর্জনা সরিয়ে আনা হবে বেসক্যাম্পে। প্রতি কেজি আবর্জনা সরিয়ে আনার জন্য তাঁরা ১০০ রুপি (১ দশমিক ৪০ ডলার) করে পাবেন। এভারেস্ট অভিযানের সময় পর্বতারোহীরা সাধারণত খালি অক্সিজেনের বোতল, রশি ও তাঁবু ফেলে যান। এসব আবর্জনাই মূলত সংগ্রহ করা হবে।
অভিযানে যাওয়ার আগে আপা শেরপা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমার এই আরোহণ যদি পর্বত রক্ষায় সহায়তা করে, তাহলে আমি সব সময় আরোহণে প্রস্তুত।’ আপা শেরপা সুপার শেরপা নামেও পরিচিত।
১৯৯০ সালে প্রথমবার এভারেস্টের চূড়া জয় করেন আপা শেরপা। কৈশোরের শুরুতে পর্বতারোহীদের মুটে হিসেবে তিনি এভারেস্টে ওঠেন।

No comments

Powered by Blogger.