পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে মাওবাদীরা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে মাওবাদীরা। এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় মাওবাদীরা সক্রিয় রয়েছে। জেলা তিনটিতে মোট ১১টি আসন রয়েছে।
কলকাতা শহর মাওবাদী কমিটির সম্পাদক অরণ্য এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ডাক দিয়ে বলেন, কংগ্রেস ও সিপিএমের নির্বাচনী প্রচারে তাঁরা বাধা দেবেন। বিবৃতিতে জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়। একই বিবৃতিতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলা হয়, ইউপিএ সরকারের শরিক হয়ে এবং সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ না করে মাওবাদীদের আস্থা হারিয়েছেন মমতা।

No comments

Powered by Blogger.