ইকুয়েডর থেকে মার্কিন রাষ্ট্রদূত বহিষ্কার

ইকুয়েডর থেকে গত মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা একটি কূটনৈতিক তার বার্তার তথ্যের ভিত্তিতে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এ নির্দেশ দেন। একই দিন কোরেয়া দাবি করেন, ইকুয়েডরের সশস্ত্র ও পুলিশ বাহিনীতে গোপনে লোক ঢুকিয়ে গুপ্তচরবৃত্তি করছে যুক্তরাষ্ট্র।
ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো বলেন, মার্কিন রাষ্ট্রদূত হিদার হজেসকে বহিষ্কার করা হয়েছে। উইকিলিকসের ফাঁস হওয়া একটি কূটনৈতিক তার বার্তায় তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট কোরেয়া জেনেশুনে একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে পুলিশপ্রধান করেছেন।
কোরেয়া বলেন, ফাঁস হওয়া ওই মার্কিন কূটনৈতিক তার বার্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। স্প্যানিশ পত্রিকা এল পাইস-এ এটি প্রথম প্রকাশিত হয়। এতে ইকুয়েডরের পুলিশ বাহিনীর এমন কিছু অভ্যন্তরীণ তথ্য তুলে ধরা হয়, যা ভেতরের কোনো ব্যক্তির সহযোগিতা ছাড়া পাওয়া সম্ভব নয়। এটি এখন আর লুকোছাপা বিষয় নয় যে সশস্ত্র ও পুলিশ বাহিনীতে ঢুকে যুক্তরাষ্ট্র চরবৃত্তি করছে।

No comments

Powered by Blogger.