আইপিএল দারুণ উন্মুক্ত, জমজমাট: গিলক্রিস্ট

দারুণ জমে উঠেছে আইপিএলের চতুর্থ আসর। মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়েলস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব। এই চারটি ফ্র্যাঞ্চাইজই একে অপরের কাঁধে নিঃশ্বাস ফেলে এগিয়ে চলেছে। শচীন টেন্ডুলকারের মুম্বাই এই মুহূর্তে নিজেদের ছয়টি খেলায় পাঁচটি জয় নিয়ে শীর্ষে থাকলেও কলকাতা, পাঞ্জাব, রাজস্থান বাকি তিনটি দলের যে কেউই উঠে আসতে পারে পয়েন্ট তালিকার শীর্ষে। সেদিক দিয়ে এবারের আইপিএলকে জমজমাট ও উন্মুক্ত একটি আসর বলেই মনে হচ্ছে পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের।
তিনি এই আসরে মুম্বাইকে সেরা দল উল্লেখ করে বলেন, ‘সন্দেহ নেই মুম্বাই এবারের আসরের সেরা দল। তবে কলকাতা, রাজস্থান, পাঞ্জাব এই তিনটি দলের যেকোনো একটিই মুম্বাইয়ের অবস্থান টলিয়ে দিতে সক্ষম।
গিলক্রিস্টের মতে, ‘এখন থেকে প্রতিটি দলের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলোতে কোনো ভুলই পিছিয়ে দিতে পারে যেকোনো দলকে।’
নিজের দল সম্পর্কে তিনি বলেন, ‘আগামী দুটো ম্যাচ আমরা জিততে চাই। এই দুটো ম্যাচ জিতলে কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থান সুসংহত হবে।’
দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে পরাজয়টিকে দুঃখজনক আখ্যা দিয়ে গিলক্রিস্ট বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। তবে বাস্তবতা হলো আপনি সব সময়ই একই গতিতে জিতে যেতে পারবেন না। কিন্তু নিজেদের সেরাটা দিয়ে যেতে হবে। আমরা মাঠে সেটারই প্রয়াস চালাচ্ছি।’
কলকাতা নাইট রাইডার্সকে দারুণ একটি দল উল্লেখ করে তিনি বলেন, আমাদের পরবর্তী ম্যাচ এই দলটির বিপক্ষেই। আমরা সেই ম্যাচটিতে জিততে চাই।

No comments

Powered by Blogger.