দক্ষিণ সুদানে সংঘর্ষে ৫৫ জন নিহত

দক্ষিণ সুদানে সেনাবাহিনী ও বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। একজন সরকারি কর্মকর্তা গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন।
শিগগিরই স্বাধীন হতে যাওয়া দক্ষিণ সুদানের জোঙলেই অঞ্চলে গত শনিবার সকালে সুদান পিপলস লিবারেশন আর্মি (এসপিএলএ) ও সাবেক মিলিশিয়া নেতা গ্যাব্রিয়েল তাঙের নেতৃত্বাধীন (তাঙ-জিন) বন্দুকধারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটির আপার নিল প্রদেশের তথ্যমন্ত্রী পিটার ল্যাম বোথ প্রাদেশিক রাজধানী মালাকাই থেকে জানিয়েছেন, কালদাক নামক স্থানে দুই পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি শুরু হয়। পরে তা ব্যাপক আকার ধারণ করে। তিন ঘণ্টা স্থায়ী হয় এ সংঘর্ষ। এতে তাঙ-জিনের ৫০ জন সেনাসদস্য ও পাঁচজন জেনারেল প্রাণ হারান।
সংঘর্ষে এসপিএলএ-এর কোনো সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে উভয় পক্ষ দাবি করেছে, তাদের বেশ কয়েকজন আহত সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য মালাকাই নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.