সংসদীয় তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন রতন টাটা ও অনিল আম্বানি

ভারতের দুই বিশিষ্ট শিল্পপতি রতন টাটা ও অনিল আম্বানি টেলিকম দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় কমিটির মুখোমুখি হচ্ছেন। গতকাল সোমবার পৃথক দুটি বিবৃতিতে উভয় শিল্পপতির প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে বলে ভারতের দ্য ইকনোমিক টাইমস এর খবরে বলা হয়েছে।
লোকসভার সদস্যেদের সমন্বয়ে গঠিত পাবলিক অ্যাকাউন্ট কমিটি (পিএসি) ওই আলোচিত মোবাইল লাইসেন্স দুর্নীতির তদন্ত করছে। এক সরকারি হিসাবে বলা হয়েছে, দুর্নীতির ফলে সরকার তিন হাজার ৯০০ কোটি ডলার রাজস্ব হারিয়েছে।
সংসদীয় কমিটি আগামী ৪ ও ৫ এপ্রিল রতন টাটা ও অনিল আম্বানিকে ওই দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে।
ভারতে দ্বিতীয় প্রজন্মের মোবাইল লাইসেন্স প্রদান-সংক্রান্ত দুর্নীতির সঙ্গে দেশটির অনেক বড় টেলিকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
টাটা টেলি সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, প্রতিষ্ঠানটি তদন্ত কমিটিকে সহায়তা করবে। আগামী ৪ এপ্রিল রতন টাটা তদন্ত কমিটির সামনে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এদিকে রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানিকে গত মাসে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে। তিনি আবারও কমিটির সমানে হাজির হবেন বলে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.