‘সমস্যা রেহমান মালিক, পাকিস্তানি ক্রিকেটাররা নয়’

সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ মার্চ মোহালিতে। উপমহাদেশে দীর্ঘদিন পর মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেটাও আবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। টিকিট, নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্কসহ উপমহাদেশের বিশাল ভূখণ্ডের এ দুই দেশের সবকিছুই এখন আবর্তিত হচ্ছে এই ম্যাচকে ঘিরে। আর গতকাল এ উত্তাপ-উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। ক্রিকেটাররা কোনোভাবেই যেন এই ম্যাচটা পাতানোর চেষ্টা না করে, সে সম্পর্কে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন তিনি। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান এ ধরনের মন্তব্যের কোনো যৌক্তিক জায়গা খুঁজে পাচ্ছেন না। বরং আচমকা এ ধরনের একটা মন্তব্য অনেক বিতর্কের সৃষ্টি করবে বলেই মত দিয়েছেন তিনি। বলেছেন, ‘সমস্যাটা পাকিস্তানি ক্রিকেটারদের না, সমস্যাটা রেহমান মালিকেরই।’
গত বছর ইংল্যান্ড সফরে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিং কেলেঙ্কারিই হয়তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের মন্তব্য করার প্রধান কারণ। তবে দীর্ঘদিন পাকিস্তানি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে ইমরান খান বলেছেন, ‘আমি ক্রিকেটারদের ওপর না, বরং রেহমান মালিকের ওপরই নজর রাখতে চাই। আমি এটা খুবই গুরুত্ব দিয়েই বলছি। আমার চিন্তা তাকে নিয়েই। পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে না।’ রেহমান মালিক ইংরেজিও ঠিকমতো বলতে পারেন না বলে ঠাট্টাও করেছেন ইমরান খান। এবং সেই ভুলভাল ইংরেজি অনেকের কাছে অনেক রকম অর্থ তৈরি করবে বলেও কিছুটা চিন্তিত পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি মন্ত্রী মহোদয়কে বেশ ভালো মতোই চিনি। তাঁর ইংরেজির ওপরে ভালো দখলও নেই। কাজেই সে হয়তো একরকম বলতে চেয়েছে, কিন্তু সেটার অর্থ দাঁড়াবে ভিন্ন রকম। ক্রিকেটারদের এখন এ ধরনের মন্তব্য নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আর আমার মনেও হয় না, তারা এটা নিয়ে খুব বেশি ভাবছে।’

No comments

Powered by Blogger.