রাহুলের জায়গায় প্রিয়াংকার কথা ভেবেছিলেন নেতারা

২০০৭ সালে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক ও লোকসভা সদস্য রাহুল গান্ধীর বিকল্প হিসেবে প্রিয়াংকা গান্ধীর কথা ভেবেছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। ওই সময় রাজনীতিতে রাহুলের কিছু আচরণ ও ভূমিকা দলের নেতাদের কাছে যথোচিত বলে মনে হয়নি। এ জন্য দলীয় নেতৃত্বে গান্ধী পরিবারের ঐতিহ্য বজায় রাখতে রাহুলের বদলে প্রিয়াংকার কথা ভাবেন তাঁরা। ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তথ্য থেকে এ কথা জানা যায়।
গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়ে কংগ্রেসে সম্ভাব্য পরিবর্তনের ব্যাপারে নয়াদিল্লির তৎকালীন মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রে যে তারবার্তা পাঠায়, সম্প্রতি তাদ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নয়াদিল্লির মার্কিন দূতাবাসের তৎকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স জিওফরি পিয়াট ২০০৭ সালের ২৩ এপ্রিল পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, ‘কংগ্রেসের নেতাদের অভিযোগ, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার মতো গুণাবলী নেই। কাজেই তাঁদের আশা এখন নেহেরু পরিবারের আরেক সদস্য নিয়ে। তিনি রাহুলের বোন প্রিয়াংকা। রাজনীতিতে তাঁর প্রবেশের জন্য অপেক্ষা করছেন দলের নেতারা।’
তারবার্তা অনুযায়ী, ওই সময় উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাহুল এমন কিছু মন্তব্য করেন, যা রাজনীতিক হিসেবে তাঁর দুর্বলতা প্রকাশ করে বলে কংগ্রেসের নেতাদের অভিমত।
১৫ এপ্রিল এক নির্বাচনী সমাবেশে রাহুল বলেন, ‘আমি এমন এক পরিবারের সন্তান, যাঁরা কখনো পিছু হটেননি। পিছপা হননি অঙ্গীকার থেকে। আপনারা জানেন, আমার পরিবারের কোনো সদস্য একটা কিছু করার সিদ্ধান্ত নিলে, তা করে ছাড়েন।’
এর আগে বাবরি মসজিদ প্রসঙ্গে রাহুল বলেন, ‘গান্ধী পরিবারের কোনো সদস্য ক্ষমতায় থাকলে বাবরি মসজিদ রক্ষা করা হতো।’ আরেকটি সমাবেশে রাহুল বলেন, ‘১৯৯৬ সালে মায়াবতী ও তাঁর বহুজন সমাজ পার্টির সঙ্গে হাত মিলিয়ে রাজনৈতিক জটাজালে জড়িয়ে যায়।’
কংগ্রেসের নেতা ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ জন বলে পরিচিত নচিকেতা কাপুরের কাছ থেকে মার্কিন দূতাবাস এসব তথ্য পাওয়ার দাবি করে মার্কিন দূতাবাস। রাহুলবিষয়ক ওই তারবার্তায় উল্লেখ করা হয়, নচিকেতা জোরালোভাবে দাবি করেছেন, সমাবেশে দেওয়া ভাষণে রাহুল যেসব কথা বলেন, তা ছিল তাঁর উপস্থিত স্বতঃস্ফূর্ত উক্তি। রাহুলের ভাষণ যিনি লেখেন, তিনি নিশ্চিত করেছেন এসব কথা ভাষণে ছিল না।

No comments

Powered by Blogger.