ইউরোপে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ

ভূমিকম্প ও সুনামির কারণে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলোতে বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা বিকিরণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় পরিবেশবাদীরা গত এক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন। তারা এর ভয়াবহতা নিয়ে জনসচেনতা সৃষ্টির চেষ্টা করছেন।
বিক্ষোভের মুখে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জ্বালানিমন্ত্রীরা ইতিমধ্যেই ইউরোপীয় পারমাণবিক বিদ্যুৎ চুল্লিগুলোর নিরাপত্তাজনিত ঝুঁকি পরীক্ষাসহ এই বিষয়ে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ চুল্লিগুলোতে বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ২৪ ও ২৫ মার্চ ইউরোপীয় সরকারপ্রধানেরা ব্রাসেলসে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মোট ১৪৩টি পারমাণবিক চুল্লি থেকে ইউনিয়নভুক্ত দেশগুলোর মোট ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়।

No comments

Powered by Blogger.