বেলারুশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর অনেক দেশই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। কোনো কোনো দেশ ইতিমধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘোষণাও দিয়েছে। কিন্তু এর মধ্যেই রাশিয়া তাদের প্রতিবেশী বেলারুশকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মায়াসনিকোভিস গত মঙ্গলবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী বেলারুশের অস্ত্রোভেৎস এলাকায় একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেশটিকে ৯০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আটোমস্ত্রায়োস্কপোর্ত। পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রের প্রথম চুল্লিটি চালু হবে ২০১৬ সাল নাগাদ। আরও চারটি চুল্লি চালু হবে ২০২৫ সালের মধ্যে।
জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের এই মুহূর্তে রাশিয়া এ ধরনের ঘোষণা দেওয়ায় বিস্তর সমালোচনা শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.