নেপালে দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রীর কারাদণ্ড

দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী ও নেপালি কংগ্রেস পার্টির শীর্ষস্থানীয় নেতা চিরঞ্জীবী ওয়েগেলকে (৫৮) দেড় বছরের কারাদণ্ড ও চার কোটি রুপি জরিমানা করা হয়েছে। আদালতের একজন মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। ঘুষ নেওয়ার অপরাধে কারাদণ্ডের ঘটনা দেশটিতে এটাই প্রথম।
চিরঞ্জীবী ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তথ্য ও যোগাযোগ, পরিকল্পনা ও শ্রম এবং ভূমি সংস্কার ও আবাসনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আদালতের মুখপাত্র হেমন্ত রাওয়াল জানান, দুর্নীতির দায়ে এই প্রথমবারের মতো কোনো মন্ত্রীকে কারাদণ্ড দিলেন সুপ্রিম কোর্ট।
২০০৪ সালে অভিযুক্ত হওয়ার পর ওয়েগেলের দায়ের করা আপিল আবেদন গত বুধবার নাকচ করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে সম্পদের পাহাড় গড়ে সেগুলো নিজের ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের নামে স্থানান্তরের অভিযোগ রয়েছে।

No comments

Powered by Blogger.