আসন সমঝোতার জন্য সময় চাইল কংগ্রেস

কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের জোট নিয়ে এখনো জট খোলেনি। বারবার বৈঠক করেও সমাধানে পৌঁছায়নি দুই পক্ষ। আসন ভাগাভাগি প্রশ্নে দল দুটি যে যার অবস্থানে অনড় থাকায় সমাধানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এদিকে রাজধানী দিল্লি থেকে কংগ্রেস নেতারা সমঝোতার জন্য ২১ মার্চ পর্যন্ত তৃণমূলের কাছে সময় চেয়েছেন। তাঁরা জানিয়েছেন, সোনিয়া গান্ধী বিদেশে থাকায় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ২১ মার্চের মধ্যে দেশে ফিরবেন তিনি। বুধবার রাতে দিল্লি থেকে তাঁর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল মমতাকে ফোন করে এই সময় চান।
ওই সময়ই মমতা জানিয়ে দেন, তিনি বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে কংগ্রেস সিদ্ধান্ত না নিলে তাঁর দল কংগ্রেসের জন্য ৬৫টি আসন রেখে শুক্রবার বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেবে।

No comments

Powered by Blogger.