ভারতে ৩৩ মাসের মধ্যে সর্বোচ্চ রপ্তানি প্রবৃদ্ধি

অর্থনৈতিক মন্দা কাটিয়ে এখন ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য শক্তিশালী হচ্ছে। তবে গত ডিসেম্বরে ভারতে রপ্তানি বেশি বেড়েছে। সেই তুলনায় আমদানি কমেছে। এর ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ গত ১৩ মাসের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে।
ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, ডিসেম্বরে মোট রপ্তানি বেড়ে দুই হাজার ২৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ৩৬.৪ শতাংশ। এটাই গত ৩৩ মাসে ভারতের রপ্তানি বাণিজ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের রেকর্ড।
অন্যদিকে ডিসেম্বরে ভারতে আমদানির পরিমাণ ১১ দশমিক ১ শতাংশ কমে দুই হাজার ৫১০ কোটি ডলারে নেমে এসেছে। এতে বাণিজ্য ঘাটতির পরিমাণ কমে ২৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অথচ এর আগের মাস নভেম্বরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৮৯০ কোটি ডলার।
কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাহুল খুল্লার জানান, চলতি অর্থবছর শেষে রপ্তানি বাণিজ্যে ২২ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।
এদিকে ভারতের আমদানি কমায় বাণিজ্য ঘাটতির পরিমাণও ক্রমান্বয়ে কমে আসছে। গত বছর আগস্টে যেখানে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল এক হাজার ৩৬০ কোটি ডলার, সেখানে তা কমে এখন মাত্র ২৬০ কোটি ডলারে নেমে এসেছে।

No comments

Powered by Blogger.