তোরেসের চেলসি অভিষেক লিভারপুলের বিপক্ষেই

মাত্র কয়েক দিন আগেই লিভারপুলের লাল জার্সি গায়ে গোল করার আপ্রাণ চেষ্টা করতেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। কিন্তু আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে এই তোরেসকেই দেখা যাবে লিভারপুলের জালে বল জড়াতে। গত বৃহস্পতিবার রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছেন তোরেস। আর খুবই মজার ব্যাপার হলো চেলসির নীল জার্সি গায়ে তোরেসের অভিষেকটা হতে যাচ্ছে সদ্য ছেড়ে আসা লিভারপুলের বিপক্ষেই।
চেলসির কোচ কার্লো আনচেলত্তি চাইলে গত মঙ্গলবারই সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামাতে পারতেন তোরেসকে। কিন্তু সদ্য যোগ দেওয়ার পর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়ায় তা আর হয়ে ওঠেনি। চেলসির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা তাকে ভালোমতো পরীক্ষা করে দেখব। যদি তার ফিটনেস-সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, তাহলে সে লিভারপুলের বিপক্ষে রোববারের ম্যাচে মাঠে নামতে পারে।’
লিভারপুলের বিপক্ষেই অভিষেকের এই কাকতালীয় ঘটনাটাকে ‘নিয়তি’ বলেই মেনে নিয়েছেন তোরেস। চেলসিতে যোগ দেওয়ার আগে এ মৌসুমে লিভারপুলের হয়ে নয়টি গোল করেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। আর একজন পেশাদার ফুটবলার হিসেবে চেলসির হয়েও নিজের সেরাটাই দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। বলেছেন, ‘আমি যদি লিভারপুলের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাই, তাহলে চেলসির জন্য আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি, আমি গোল করতে পারব।’

No comments

Powered by Blogger.