এগিয়ে সিদ্দিকুর

গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স গলফের প্রথম দিন শেষে সবার ওপরে থাকা তিনজনই বাংলাদেশের। শীর্ষে আছেন সিদ্দকুর রহমান। এরপর এ মতিন ও লিটন হাওলাদার। ছয় শট কম খেলে সিদ্দিকুরের পয়েন্ট ৬৬। মতিন খেলেছেন চার শট কম, তাঁর পয়েন্ট ৬৮। লিটন হালদার ৩ শট কম খেলে ৬৯ পয়েন্ট পেয়েছেন। এরপর আছেন জাপানের দুজন গলফার। উল্লেখ্য, কুর্মিটোলা গলফ কোর্সে ১৭ দেশের ৯৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন চার দিনের প্রতিযোগিতায়।

No comments

Powered by Blogger.