আমাকে স্বৈরাচারী বললে হাসি পায়: দুভালিয়ের

হাইতির সাবেক একনায়ক জ্যঁ ক্লদ দুভালিয়ের বলেছেন, তিনি রাষ্ট্রের প্রয়োজনে কঠোর পরিশ্রম করতে এবং বিপর্যস্ত দেশটির পুনর্গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি বলেন, লোকজন তাঁকে স্বৈরাচারী বললে তাঁর হাসি পায়। ২৫ বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে এই প্রথমবারের মতো দীর্ঘ সাক্ষাৎকার দিলেন দুভালিয়ের।
স্প্যানিশ ভাষার ইউনিভিশন টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘বেবি ডক’ নামে পরিচিত দুভালিয়ের তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। গত মাসে অপ্রত্যাশিতভাবে দেশে ফেরার পর স্থানীয় আইনজীবীরা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনেন।
সুইস ব্যাংকের একটি বন্ধ হিসাবে ৬০ লাখ ডলারসহ হাইতির নাগরিকদের কাছ থেকে লাখ লাখ ডলার আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন।
দুভালিয়ের বলেন, ‘বিগত ২৫ বছরে সুইজারল্যান্ড অথবা পৃথিবীর অন্য কোথাও আমার কোনো “হিসাব বন্ধ” ছিল না। তিনি সুইস ব্যাংকের হিসাবের (অ্যাকাউন্ট) কথা উল্লেখ করে বলেন, ওই হিসাবটি ছিল একটি দাতব্য প্রতিষ্ঠানের। এর প্রতিষ্ঠাতা তাঁর মা সিমন।’
সাক্ষাৎকারে দুভালিয়ের বলেন, ‘লোকজন আমাকে স্বৈরশাসক বললে হাসি পায়। তখন মনে হয় তাঁদের স্মৃতি বিলোপ হয়ে গেছে।’
দুভালিয়ের বলেন, ‘বিশ্ববাসী ভুলে গেছে, ১৯৮৬ সালে কোন পরিস্থিতিতে আমাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল।’

No comments

Powered by Blogger.