শান্তিনিকেতনে পৌষমেলায় এবার কঠোর নিরাপত্তা

ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্রস্মৃতি-বিজড়িত শান্তিনিকেতনে ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। এ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
ওই দিন সকালে গৌর প্রাঙ্গণে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী এই মেলা। এতে যোগ দিচ্ছেন দেশ-বিদেশের বহু শিল্পী। প্রতিদিন মেলা প্রাঙ্গণের মঞ্চে অনুষ্ঠিত হবে লোকগীতি, পল্লিগীতি, বাউল, ফকিরি গানের আসর আর যাত্রা অনুষ্ঠান।
বিশ্বভারতী সূত্রে জানা গেছে, মেলা বসছে চারটি মাঠে। বসছে এক হাজার ৯০০টি স্টল। গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ২০০।

No comments

Powered by Blogger.