ফুটবলেই আনন্দ খুঁজল দর্শক

স্টেডিয়ামের পেছনের দিকে বঙ্গোপসাগর। তীর ঘেঁষে দাঁড়িয়ে সারি সারি ঝাউগাছ। সাগর থেকে বড়জোর এক কিলোমিটার দূরত্ব হবে কক্সবাজার জেলা স্টেডিয়ামের। এই স্টেডিয়ামেই কাল রং-বেরঙের বেলুন উড়িয়ে প্রথম সাফ মহিলা ফুটবলের উদ্বোধন করলেন ফিফার মহিলাবিষয়ক চেয়ারম্যান ওরাউয়ি মাকুদি।
‘কক্সবাজার দইজ্জার চর, তার উওরদি পাহাড়, নদীর কূলত ঢেউ খেলি যার, হত গমগম লার ছঅনা, হত সুন্দর লার...’ জনপ্রিয় আঞ্চলিক গানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে নাচল স্থানীয় আটটি স্কুলের চার শ ছাত্রছাত্রী।
কক্সবাজার পর্যটন শহর হলেও এই জনপদ রক্ষণশীলতার ঘেরাটোপে বন্দী। অথচ এখানেই হচ্ছে মহিলা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। উৎসবের উত্তাপ খুব একটা টের পাওয়া গেল না শহরে পা রেখে। টুর্নামেন্ট উপলক্ষে শুধু স্টেডিয়ামের পাশে জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করেছে ‘উইমেন এন্টারটেইনার ট্রেড ফেয়ার।’ এটুকু করেই যেন দায়িত্ব পালন করেছেন আয়োজকেরা। অথচ টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে থেকে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সে কি হাঁকডাক, আয়োজনের ঔজ্জ্বল্যে নাকি গোটা এশিয়ার চোখ ধাঁধিয়ে দেওয়া হবে!
তবে ফুটবলপ্রেমী দর্শক এসব কথাবার্তায় ভোলেনি। তাদের মূল যে আগ্রহ, সেই ফুটবলের টানেই খুঁজে নিল স্টেডিয়াম। নেপাল-মালদ্বীপের উদ্বোধনী ম্যাচ দেখতেই পাঁচ হাজার ধারণক্ষম ছোট্ট স্টেডিয়ামের গ্যালারি উপচে পড়ল। তিন দিকের তিনটি গ্যালারি ছাড়াও পাশের খোলা চত্বরে দাঁড়িয়ে ম্যাচটি উপভোগ করল আরও হাজার দুয়েক দর্শক। স্থানীয় সৈকত উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাজমা দারুণ উত্তেজিত, ‘এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে হচ্ছে বলে খুব খুশি আমরা।’
স্থানীয় আয়োজকদের অনভিজ্ঞতার ছাপ দেখা গেল পদে পদে। শিল্পী কানিজ সুবর্ণা বিমান মিস করে এলেন ম্যাচের পরে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। সেসবের কিছুই খুঁজে পাওয়া গেল না।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিফার প্রতিনিধি হিসেবে ছিলেন সুইডিশ ফুটবলার ইয়োহান্না ফ্রিস্ক। স্বর্ণকেশী এই ডিফেন্ডার জানালেন, ‘আশা করি, এই অঞ্চলের ফুটবল দিনকে দিন আরও এগিয়ে যাবে।’ ছিলেন জার্মানির মহিলা দলের সাবেক কোচ মনিকা স্টাব। ফিফার ফুটবল পরামর্শক হিসেবে বাংলাদেশে এসেছেন স্টাব। নিজের দেশের উদাহরণ টেনে বললেন, ‘এখানকার মেয়েরা ফুটবল খেলতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হচ্ছে, ৪০ বছর আগে আমাদের অবস্থাও একই রকম ছিল। আশা করি, এখানকার অভিভাবকেরা তাঁদের মেয়েদের ফুটবলে পাঠাতে আগ্রহী হবেন।’
কাল একমাত্র ম্যাচে মালদ্বীপকে নিয়ে খেলল নেপাল। অনু লামার হ্যাটট্রিকে নেপাল ৬-০ গোলে হারাল ছোট্ট দ্বীপ দেশটিকে। গত সাফ গেমসের হ্যাটট্রিক-নায়িকা যমুনা করেছেন দুটি গোল। অন্যটি আত্মঘাতী। আজ প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ভুটান। ফেবারিট ভারতের সঙ্গে বাংলাদেশেরও টুর্নামেন্ট শুরু আজ। বাংলাদেশের কোচ গোলাম রব্বানির (ছোটন) প্রত্যাশা শুধুই ভালো খেলা উপহার দেওয়ার, ‘স্বাগতিক হিসেবে একটু চাপে থাকব স্বাভাবিক। তবে যেভাবে অনুশীলন করেছে মেয়েরা তাতে ভালোই খেলবে।’ ঘরের মাঠে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে সেটাই দেখার অপেক্ষায় সবাই।
আজকের খেলা
ভারত-ভুটান (শুরু বেলা ১১.০৫ মিনিট)
বাংলাদেশ-শ্রীলঙ্কা (শুরু বেলা ২.৪৫ মিনিট)
দুটি ম্যাচই দেখাবে এটিএন বাংলা

No comments

Powered by Blogger.