আন্তর্জাতিক টুর্নামেন্ট

টুর্নামেন্ট শুরুর আগে স্থানীয় আয়োজকেরা সংবাদ সম্মেলনে ঘটা করে বলেছিলেন, ‘জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে তাক লাগিয়ে দেব আমরা।’ কিন্তু কাল উদ্বোধনী দিনে অব্যবস্থাপনা ও অদক্ষতার চূড়ান্ত পরিচয় দিল কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো মিডিয়া সেন্টার নেই! সাংবাদিকদের জন্য কোনো প্রেসবক্সও করা হয়নি। একটা টেবিল পর্যন্ত নেই, প্লাস্টিকের চেয়ারে বসে লিখতে হচ্ছে হাঁটুর ওপর ল্যাপটপ রেখে। অথচ ভিআইপি গ্যালারির দুই পাশে শতাধিক চেয়ার ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য। তবে অনেকে আবার চেয়ার পাননি। ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা দেবজিৎ মুখার্জি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন। বসার জন্য চেয়ার চেয়ে পাচ্ছিলেন না বাংলাদেশের আমন্ত্রিত এই অতিথি! ম্যাচের আগে মালদ্বীপের জাতীয় সংগীতের সিডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিব্রত বিদেশি কর্মকর্তারা। পরে অবশ্য সিডি পাওয়ার পর দুঃখ প্রকাশ করলেন অনুষ্ঠান সঞ্চালক।

No comments

Powered by Blogger.