আসামে মাওবাদীদের আদিবাসী পিপলস আর্মি গঠন

আসামে বিচ্ছিন্নতাবাদী উলফা এবং এনডিএফবির ছত্রচ্ছায়ায় মাওবাদীরা আদিবাসী পিপলস আর্মি বা এপিএ নামের একটি নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তুলেছে। আদিবাসী অধ্যুষিত কোকরাঝাড় জেলায় এটি গড়ে তোলা হয়েছে বলে পশ্চিমবঙ্গ পুলিশ দাবি করেছে।
পুলিশ বলেছে, মাওবাদীরা ইতিমধ্যে এপিএর মাধ্যমে আসামের ধুবরি, ডিব্রুগড়, তিনসুকিয়া, গোয়ালপাড়া ও কোকরাঝাড়ে তাদের কার্যক্রম বিস্তৃত করেছে।
আসামের উদালগুড়ি জেলার মাজভাত জঙ্গলে অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করে তারা অস্ত্র প্রশিক্ষণও নিয়েছে। এপিএর কমান্ডার হিসেবে নিয়োগ করা হয় কোকরাঝাড় জেলার গোসাইগাঁওর বাসিন্দা টারজান মাঝিকে। তবে টারজান ইতিমধ্যে ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে। পশ্চিমবঙ্গের মাওবাদী দলের রাজ্য সম্পাদক কাঞ্চন সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর রাজ্য পুলিশের জেরার মুখে তাঁদের সঙ্গে আসামের উলফা এবং এনডিএফবির যোগ থাকার কথা স্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.