শ্রীলঙ্কায় জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত

শ্রীলঙ্কার মন্ত্রিসভা দেশটির জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত করেছে। এখন থেকে জাতীয় সংগীত ‘শ্রীলঙ্কা মাতা’ কেবল দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের সিংহলি ভাষায় পরিবেশিত হবে। গত রোববার শ্রীলঙ্কার সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়। এ খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের তামিল নাগরিকেরা।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট বলেন, বিশ্বের কোনো দেশে জাতীয় সংগীত একভাষা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় গাওয়া হয় না। প্রত্যেককে ভাবতে হবে, শ্রীলঙ্কা একক একটি দেশ।
শ্রীলঙ্কার জাতীয় সংগীতের তামিল সংস্করণ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে পরিবেশিত হয়ে আসছিল। এসব এলাকার বেশির ভাগ নাগরিক তামিল। তামিল সংস্করণ সিংহলি সংস্করণের অনুরূপ এবং সুরও এক। ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করার পর থেকে জাতীয় সংগীতের তামিল সংস্করণ পরিবেশিত হচ্ছিল।
শ্রীলঙ্কার প্রধান তামিল রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করা হয়েছে।

No comments

Powered by Blogger.