আগামী বছর আফগানিস্তানে সহিংসতা বাড়তে পারে

আগামী বছর আফগানিস্তানে বিদেশি সেনাদের আরও বেশি সহিংসতা মোকাবিলা করতে হতে পারে। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের (আইএসএএফ) একজন মুখপাত্র গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জোসেফ ব্লোটজ বলেন, ‘২০১১ সালে আমরা আরও সহিংসতা মোকাবিলা করতে যাচ্ছি। আমাদের কাজ শেষ হয়নি। লড়াই এখনো বাকি রয়েছে। কাজেই তালেবানের ওপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’
জোসেফ আরও বলেন, ‘আগামী বছর আফগানিস্তানে কয়টা সহিংস ঘটনা ঘটবে, সে সংখ্যার ওপর আমি আলোকপাত করতে চাই না। তবে দেশটিতে আমাদের শক্তি বাড়ানো দরকার। কারণ, তালেবানের হামলা থেকে আফগান জনগণকে রক্ষা করার দায়িত্ব আমাদের।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ওবামার পদক্ষেপ আফগানিস্তানের নয় বছরের বিদ্রোহ প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এখন দেশটিতে সহিংসতার মাত্রা যেকোনো সময়ের চেয়ে বেশি। চলতি বছরের এ পর্যন্ত দেশটিতে ৬৯২ জন বিদেশি সেনা নিহত হয়েছেন। গত বছর দেশটিতে ৫২১ জন বিদেশি সেনা নিহত হন।

No comments

Powered by Blogger.