ভারতের সাবেক মন্ত্রীর ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী এন ডি তেওয়ারির (৮৫) ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। পিতৃত্বের দাবি নিয়ে এক যুবকের করা মামলার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আদালত এই নির্দেশ দেন।উত্তর প্রদেশের রোহিত শেখর নামের এক যুবক দুই বছর আগে তেওয়ারিকে তাঁর বাবা বলে দাবি করে মামলা করেন। তেওয়ারি অবশ্য ওই যুবকের দাবি নাকচ করে দিয়েছেন।নয়াদিল্লি হাইকোর্টের বিচারপতি এস রবীন্দ্র ভাট বৃহস্পতিবার তেওয়ারির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।গত বছরের ডিসেম্বরে একটি টেলিভিশন চ্যানেলে তেওয়ারির সঙ্গে তিন নারীর সম্পর্কের বিষয় প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে তেওয়ারি জানান, তিনি ওই সময় অসুস্থ ছিলেন।
রোহিত শেখরের মামলার পর তেওয়ারি জানিয়েছিলেন, তিনি ডিএনএ পরীক্ষা করতে বাধ্য নন। হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়ে দেন, বাবা-মা কে, তা জানার অধিকার প্রতিটি সন্তানের রয়েছে।উল্লেখ্য, উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী এবং অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন তেওয়ারি।

No comments

Powered by Blogger.