জহির খান ফিরছেন, বাদ পড়তে পারেন সুরেশ রায়না

সেঞ্চুরিয়ান টেস্টের দুঃস্বপ্নের মধ্যে ভারত যে খেলোয়াড়টিকে সবচেয়ে মিস করেছে, তিনি জহির খান। চোট তাঁকে সেঞ্চুরিয়ানের প্রথম টেস্ট খেলতে দেয়নি। প্যাভিলিয়নে বসেই তিনি দেখেছেন মাঠে দলের বিপর্যয়কর মুহূর্তগুলো। সেঞ্চুরিয়ানে ইনিংস ও ২৫ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত। আজ ডারবানে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে যে সংবাদটিতে ভারত সবচেয়ে বড় স্বস্তি খুঁজতে পারে, তা হলো জহির খানের প্রত্যাবর্তন। ইনজুরি কাটিয়ে আজ ডারবানে মাঠে নামছেন ভারতের এক নম্বর স্পিডস্টার।
সেঞ্চুরিয়ানের মতোই ডারবানের উইকেট সাহায্য করবে পেসারদের। তাই জহির খানের অন্তর্ভুক্তি বাড়তি শক্তিই জোগাচ্ছে ভারতকে। জহির খান ফিরলে স্বভাবতই বাদ পড়বেন সেঞ্চুরিয়ানে ডেব্যুট্যান্ট জয়দেব উনাদকাড়।
ভারতের প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেন দলের বোলারদের কাছ থেকে তাঁদের প্রতিভার পরিপূর্ণ বিচ্ছুরণ দেখতে চান। তিনি বলেছেন, অতীতে অনেকবারই ভারত দেখিয়েছে, একটি টেস্টে যেকোনো কন্ডিশনেই ২০ উইকেট নেওয়ার ক্ষমতা ভারতীয় বোলারদের রয়েছে।
প্রথম টেস্টের ব্যর্থতাটা মেনে নিতে পারছেন না কারস্টেন। তিনি বলেছেন, ‘ভালো প্রস্তুতি সত্ত্বেও প্রথম টেস্টে ব্যাটিংটা ভালো হয়নি। মানছি, উইকেটটা একটু কঠিনই ছিল, কিন্তু তার পরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে আমরা ১০০ রান কম করেছি।’
ব্যাটসম্যানদের ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে কারস্টেন বলেছেন, ‘যদি প্রথম ছয়জন ব্যাটসম্যানের যেকোনো একজন শত রান করতে পারতেন, তাহলেই আমাদের সংগ্রহ ৪০০-র কাছাকাছি পৌঁছে যেত। ব্যাটসম্যানদের অবশ্যই ধৈর্য ধরে উইকেটে পড়ে থাকা উচিত ছিল। টেস্ট ম্যাচে ৪০০ রান করতে না পারলে দল অবশ্যই চাপের মধ্যে থাকে।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়ে দিয়েছেন, সেঞ্চুরিয়ানে বড় জয় দক্ষিণ আফ্রিকা দলের মনঃসংযোগে এতটুকু চিড় ধরাতে পারেনি। তিনি আরও বলেছেন, ‘ডারবানেও আমরা ভারতের অপেক্ষায় রয়েছি। সিরিজ না জেতা পর্যন্ত আমাদের নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। যেকোনো সিরিজই জয় দিয়ে শুরু করা দারুণ একটা ব্যাপার। তবে আরও দারুণ ব্যাপার ২-০ তে এগিয়ে থাকা। ডারবানে আমাদের সেই চেষ্টাই থাকবে।’
জহির খানের পাশাপাশি ভারতীয় দলে ডারবান টেস্টে আরও একটি পরিবর্তন আসতে পারে। চিতেশ্বর পুজারা দলে ঢুকতে পারেন সুরেশ রায়নার পরিবর্তে। সেঞ্চুরিয়ানে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়ে সুরেশ রায়না দুই ইনিংস মিলে করেছেন ৬ রান। দুই ইনিংসেই সুরেশ রায়না আউট হয়েছেন স্লিপে ক্যাচ দিয়ে।

No comments

Powered by Blogger.