নিউজিল্যান্ডে শোক দিবস পালন

খনি দুর্ঘটনায় ২৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গতকাল নিউজিল্যান্ডে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নিহত ব্যক্তিদের সম্মানে গির্জাগুলোতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। এ ছাড়া পার্লামেন্টে আইনপ্রণেতারা কালো কাপড় পরে শোক দিবস পালন করেন।
গত ১৯ নভেম্বর সাউথ আইল্যান্ডের গ্রে মাউথ এলাকার পাইক রিভার কয়লাখনিতে বিস্ফোরণ ঘটে। এতে ২৯ শ্রমিক নিখোঁজ হন। এ ঘটনার পর কর্মকর্তারা নিখোঁজ শ্রমিকদের বেঁচে থাকার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু গত বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের পর নিখোঁজ শ্রমিকদের কারোরই বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় গতকাল এ শোক দিবস পালন করা হয়।
খনির কর্মকর্তারা বলেছেন, ‘যেভাবেই হোক, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হবে। এতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। কারণ খনির মধ্যে মিথেন ও অন্য বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে আবারও বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে। এ জন্য এই মুহূর্তে উদ্ধারকারী দলকে খনিতে প্রবেশের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.