জান্তার বিরুদ্ধে করা মামলা খারিজ, আপিল করবেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত করার জন্য সামরিক জান্তার বিরুদ্ধে একটি মামলা করেন তিনি। কিন্তু গত সোমবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।
সু চির আইনজীবী নিয়ান উইন গতকাল বৃহস্পতিবার বলেন, ওই মামলা আমলে নিতে শুনানির জন্য আমরা নেপিডোতে সুপ্রিম কোর্টে বিশেষ আপিল আবেদন করব।’
নিয়ান উইন আরও বলেন, সু চি বলেছেন যে এ ব্যাপারে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
সামরিক জান্তা সু চিকে বাদ দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের শর্ত বেঁধে দিলে এনএলডি তা প্রত্যাখ্যান করে। পরে জান্তা সরকার দলটিকে বিলুপ্ত ঘোষণা করে। তাই সামরিক জান্তার অধীনে ২০ বছরের মধ্যে দেশটির প্রথম নির্বাচনে অংশ নিতে পারেনি সু চির দল। ৭ নভেম্বর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
মিয়ানমারে আদালতের রায় খুব কমই বিরোধী দলের পক্ষে গেছে। এর আগে গৃহবন্দী দশা থেকে মুক্তি দিতে সু চির করা বেশ কয়েক দফা আবেদন প্রত্যাখ্যান করেন সে দেশের আদালত। ১৩ নভেম্বর তাঁর সর্বশেষ গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হয়। পরে সু চিকে মুক্তি দেওয়া হয়। গত ২০ বছরের অন্তত ১৫ বছরই তিনি গৃহবন্দী ছিলেন। এএফপি।

No comments

Powered by Blogger.