জার্মানির কাছে দুটি জাহাজ রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন

জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে দুটি জাহাজ হস্তান্তর করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম ড্রাইডক জেটি থেকে জাহাজ দুটি মালিকপক্ষের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় ১৬০ কোটি টাকা মূল্যের জাহাজ দুটি হচ্ছে ‘গ্রোনা এমারসাম’ ও ‘গ্রোনা বিয়েসসাম’। বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দেশীয় প্রকৌশলীরা চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে এই দুটি জাহাজ একসঙ্গে তৈরি করেছে। গ্রোনা শিপিং কোম্পানির কাছে ১২টি জাহাজের রপ্তানি আদেশ পায় ওয়েস্টার্ন মেরিন।হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, জাহাজ নির্মাণ শিল্প বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সফলতার মাধ্যমে বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পের বাজারে নতুন ভাবমূর্তি তৈরি করছে বাংলাদেশ। জাহাজ দুটি নির্মাণকারী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জানায়, ৩৮টি ইউরোপীয় কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি এই দুটি জাহাজে তিন হাজার টন লোহা ব্যবহূত হয়েছে। প্রায় ২২ কিলোমিটার মেরিন কেব্ল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয়েছে ২৪ হাজার লিটার রং। প্রায় ১০০ মিটার লম্বা এই জাহাজে পণ্যের ধারণক্ষমতা পাঁচ হাজার ২০০ টন।জানা গেছে, এই দুটি জাহাজে সৌর ও বায়ু বিদ্যুত্ প্রকল্পের যন্ত্রপাতি পরিবহন করা হবে। জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে স্বাচ্ছন্দ্যে চলাচলে সক্ষম। সেন্ট জনসের পতাকাবাহী জাহাজ দুটির গতি ১২ নটিক্যাল মাইল হলেও প্রাথমিক সমুদ্র মহড়ায় সর্বোচ্চ গতি ওঠে ১৪ দশমিক তিন নটিক্যাল মাইল। আন্তর্জাতিক নৌসংস্থার সর্বশেষ নির্দেশনা এবং জার্মানশিয়র লয়েডের নিবিড় তত্ত্বাবধানে জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে।

No comments

Powered by Blogger.