হার দিয়ে সফর শুরু জিম্বাবুয়ের

হার দিয়ে বাংলাদেশ সফর শুরু হয়েছে জিম্বাবুয়ের। আজ সাভারে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে ২৯ রানে হারে সফরকারীরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২৩ রান তুলে বিসিবি। জবাবে ৪৬.১ ওভারে ১৯৪ রান তুলে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
বিসিবি একাদশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৮ রানে প্রথম উইকেটের পতন হয়। ৩৯ রানে তিন উইকেট, আর ৯৫ রানে চলে যায় পাঁচ উইকেট! তার পরও বিসিবি একাদশের ইনিংস অল্প রানে গুটিয়ে যেতে দেয়নি সগির হোসেন ও আসিফ আহমেদের ব্যাট। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন সগির। আর সাজঘরে ফেরার আগে আসিফ করেন ৪৬ রান। জিম্বাবুয়ের হয়ে কিগান ম্যাথ চারটি ও ক্রিস্টোফার পোফু তিনটি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে প্রথম ধাক্কাটা খায় ইনিংসের প্রথম ওভারেই। ১০৭ রানে চলে যায় সাত উইকেট। বিসিবি একাদশের বোলারদের তোপে পড়ে একপর্যায়ে জিম্বাবুয়ে অলআউট হয় ১৯৪। দলের হয়ে ৩২ রান করেন উইকেটরক্ষক টাইবু। বাংলাদেশের হয়ে নূর হোসেন তিনটি ও আসিফ আহমেদ দুটি উইকেট লাভ করেন।

No comments

Powered by Blogger.