শচীন-ধোনির দাম দুই কোটি!

জানুয়ারিতে আইপিএলের চতুর্থ আসরের নিলাম। এবার নতুন করে সব খেলোয়াড়কেই নিলামে তোলা হচ্ছে। তাই নিলামে উঠছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলীরাও। পাঁচটি ভাগে (ব্র্যাকেট) খেলোয়াড়দের ভাগ করে ঠিক করে দেওয়া হয়েছে সর্বনিম্ন দর (বেজ প্রাইস)। শচীন-ধোনিদের দলে রাখতে চাইলে দামই শুরু করতে হবে ১ কোটি ৮৪ লাখ রুপি থেকে। অবশ্য শেষ পর্যন্ত এঁদের নিলামে যাওয়ার সম্ভাবনা কম। কারণ প্রতিটি দল তাদের আগের খেলোয়াড়দের মধ্যে চারজনকে রেখে দিতে পারবে, যাঁদের তিনজন ভারতীয়। মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে টেন্ডুলকার আর চেন্নাই সুপার কিংস ছেড়ে ধোনির অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নেই।
দ্বিতীয় ব্র্যাকেটের সর্বনিম্ন দর ১ কোটি ৩০ লাখ। এই ভাগে আছেন ইউসুফ পাঠান, জহির খান আর সুরেশ রায়না। সাবেক তিন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় আছেন তৃতীয় ব্র্যাকেটে (৯৩ লাখ রুপি)। এঁদের সঙ্গে আছেন ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, ইরফান পাঠান, রবিন উথাপ্পা, ইশান্ত শর্মারা। চতুর্থ (৪৬ লাখ) ও পঞ্চম ব্র্যাকেটে (২৩ লাখ) আছেন ভারতের বাকি ঘরোয়া ক্রিকেটাররা। বিদেশি খেলোয়াড়দের নিলাম-তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

No comments

Powered by Blogger.