তদন্ত প্রতিবেদন ফাঁস ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা

চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে ভারতে গত মে মাসে বিমান দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ফাঁস হয়ে পড়া তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ভারতের কর্ণাটক রাজ্যে ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় বিমানের ১৫৮ যাত্রী নিহত হন। ফাঁস হয়ে পড়া তদন্তের ব্যাপারে সরকার বা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গত বৃহস্পতিবার এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার পর তারা এ ব্যাপারে মন্তব্য করবে।
এয়ার ক্র্যাশ ভিকটিমস ফ্যামিলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়াসিমহা শেট্টি বলেন, দুর্ঘটনার জন্য নীতিগতভাবে এয়ার ইন্ডিয়াই দায়ী।

No comments

Powered by Blogger.