জাতীয় নিরাপত্তার জন্য রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি গুরুত্বপূর্ণ: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন একটি পরমাণু চুক্তি করা দরকার। এ ক্ষেত্রে সিনেটের সহযোগিতা করা উচিত।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি হওয়ার কথা চলছে তাতে উভয় দেশের পরমাণু অস্ত্রের মজুদ কমানো এবং একে অন্যের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ রাখার প্রস্তাব রয়েছে। ওবামা বলেছেন, তাঁর বিশ্বাস কোনো রকম বাধা ছাড়াই বিষয়টি মার্কিন পার্লামেন্টে অনুমোদিত হবে।
ওবামা বলেন, পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ প্রয়োগ করার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সমর্থন হারানোর ঝুঁকি নিতে পারে না।
এ চুক্তি অনুমোদনের বিষয়ে ওবামা প্রশাসনকে সিনেটের কমপক্ষে ৬৭টি ভোট পেতে হবে। এ কোটা পূরণ করতে বিরোধী রিপাবলিক দলের কমপক্ষে আটটি ভোট দরকার হবে।
তবে ওবামা মনে করেন রিপাবলিকানরা এ ক্ষেত্রে তাঁকে সমর্থন দেবেন।

No comments

Powered by Blogger.